বাতিল হয়ে গেল ভারত পাকিস্তানের ম্যাচ

বাতিল হয়ে গেল ভারত পাকিস্তানের ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ নয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলেনা খারাপ কূটনৈতিক সম্পর্কের জন্য অনেকদিন ধরেই। আন্তর্জাতিক সব ধরনের খেলায় পাকিস্তানের সাথে বন্ধ আছে।

এরই সঙ্গে বাতিল হল বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া দলের মধ্যে খেলা। ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ও পাকিস্তান চ্যাম্পিয়নের খেলাটি ভারতীয় ক্রিকেটারদের অনেকেই খেলতে চান নি। তার মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শিখর ধাওয়ান। তিনি সমাজমাধ্যমে জানান তিনি এই ম্যাচ খেলবেন না। আয়োজকদের বাতিল করবার জন্য চিঠিও লেখেন।

পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি এতে বেজায় চটেছেন। তিনি বলেছেন একটা পঁচা ডিমের জন্য সব নষ্ট হয়ে গেল। অর্থাৎ ইন্ডিয়ান চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়নের ম্যাচটি বাতিল হয়ে গেল। তিনি ভারতীয়দের সম্পর্কে এরকম বিশোধগার করেই থাকেন। অপারেশন সিন্দুরের পরে তিনি লাহোরের রাস্তায় বিজয় উৎসবে মেতে ছিলেন। তার এই বোকামির ভিডিও ইউটিউবে দেখে বিশ্বের বিভিন্ন মানুষ হাসাহাসি করেছিল। তার এই পচা ডিম বক্তব্য তাই বিশেষ কেউ একটা পাতা দিচ্ছেন না।

Leave a Comment

ইস্তফা দিলেন উপরাষ্ট্রপতি জগদ্বীপ ধনকড়

ভারতবর্ষের ইতিহাসে এমন প্রথম হলো। ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি।

উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। সংকট দেখা দিল রাজ্যসভা পরিচালনার ক্ষেত্রে। সেটা অবশ্য তাৎক্ষণিকভাবে সামলে নেবেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ডেপুটি চেয়ারম্যান।

কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় শাসকদল ও উপরাষ্ট্রপতির মধ্যে কি সংকট দেখা দিল তা কিন্তু মানুষের এখনো অজানা।  জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে বসবার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।

অনেক ডামাডলের সাথে ভোটাভুটির মাধ্যমে তিনি ভারতবর্ষের উপর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।

কিছুদিন আগেও এক কলেজের অনুষ্ঠানে গিয়ে তিনি জানিয়েছিলেন তিনি অবসর নেবেন আইন অনুযায়ী তার জমানা শেষ হবার পর। কিন্তু হঠাৎ করেই কি ঘটলো যে তিনি রাতে সমাজ মাধ্যমে তার পদত্যাগ পত্র যা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে লেখা তার কপি তুলে দিলেন। কোন দিকে এগায় রাজনীতির গতিপ্রকৃতি দেখা যাক পরবর্তী সময়ে তার দিকে ভারতবর্ষের মানুষ চেয়ে রয়েছে।

Leave a Comment

মহাকাশ গবেষক (Space Scientist) হতে চাও, কি পড়বে

how to be a space scientist :

মহাকাশ নিয়ে গবেষণা করতে চাও? কিংবা শুভাংশু সুখলার (Shuvangshu Sukla) মত পাড়ি জমাতে চাও কি মহাকাশে (International Space Station)? 

যেকোনো শিশুর কাছেই মহাকাশ ছোটবেলা থেকেই অসীম জিজ্ঞাসা ও কৌতূহলের থাকে। সে বড় হয়ে ওঠে চাঁদ মামা কিংবা তারাদের মিটিমিটি আলো দেখতে দেখতে। তারা বড় হয়ে পাড়ি জমাতে চায় ওই অসীম সীমানায়।

তোমারও যদি এই মনের স্বাদ পূরণ করতে হয় তাহলে তোমাকে মাধ্যমিক পরীক্ষার পর থেকেই প্রস্তুতি নিতে হবে। এরপর তোমার বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করা অত্যন্ত জরুরী। এরপরে তোমাকে পড়তে হবে Indian Institute of Space and Science Technology,  তিরুবনন্তপুরমে।

ভর্তি হবার জন্য কিন্তু তোমাকে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হবে।

এটাতো প্রধান মাধ্যমের কথা বললাম। বিজ্ঞানের কিন্তু প্রায় সব শাখা থেকেই পরবর্তীকালে মহাকাশ নিয়ে পড়াশোনা করবার সুযোগ মিলে। যদি তুমি চাও।

ইসরো কিংবা নাশা বা পৃথিবীর অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্র তোমাকে বিজ্ঞানী হিসেবে চাকরি দিতেই পারে। তাই শুধু স্বপ্ন দেখা নয় প্রস্তুতি ও নেওয়া শুরু করো।

Leave a Comment

প্লেন দুর্ঘটনা (Aeroplane Crash) ঢাকায়

Plane Crash : বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্লেন ভেঙে পড়ল ঢাকায়। উত্তরার একটি কলেজ বিল্ডিং এর উপর এই প্লেন ক্রাশের ( Aeroplane Crash in Dhaka) ঘটনা ঘটেছে।

দ্রুত সেখানে পৌঁছেছে দমকল। আগুন নেভানোর চেষ্টা চলছে। এই পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কি কারনেই দুর্ঘটনা এখনো সঠিকভাবে জানা না গেলেও, চক্রান্তের কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না

কিছুদিন আগেই আমেদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনা হল। তারপরেই পড়শী দেশে এমন খবর সবাইকে হতচিত করেছে।

Leave a Comment

নিমিশা প্রিয়া (Nimisha Priya) ফিরবে কি ফাঁসির মঞ্চ থেকে?

আবহমান কাল ধরে মানুষ প্রাচীনকালে যাযাবর এর জীবন যাপন করেছে। এখন মানুষ থিতু হতে চায়। সেই কারণেই তো সে খাদ্য সংগ্রাহক থেকে খাদ্য উৎপাদক হয়েছিল। যাযাবর জীবন ত্যাগ করে এক নির্দিষ্ট ভূখণ্ডে বানিয়েছিল ঘরবাড়ি। তৈরি হয়েছিল তার নিজের গ্রাম এলাকা তার দেশ। জন্মভূমি বলে তাকে মায়েরই মতো ভালোবাসতে শিখেছিল।
কিন্তু সেই যাযাবর জীবন না থাকলেও এখনো মানুষ কাজের খোঁজে দূরে কোথাও যায় পরিযায়ী শ্রমিক হয়ে। এমনকি বড় বড় পেশাতে ও তাকে বিদেশ পাড়ি দিতে হয়।
আজ গল্প শোনাবো কেরালার ছোট্ট একটি মেয়ের কথা যে মাত্র উনিশ বছর বয়সেই বিদেশ পাড়ি দিয়েছিল ভালোভাবে বেঁচে থাকবার উদ্দেশ্যে। পরিবারে আরেকটু স্বাচ্ছন্ন দেবার উদ্দেশ্যে সে নিজের গ্রাম জন্মভূমি ত্যাগ করে ১১ হাজার কিলোমিটার দূর ইয়েমেনের রাজধানী সানায় গিয়ে চাকরি করতে শুরু করেছিল।

নাসের চাকরি করতে করতে অভিজ্ঞতা সঞ্চয় করে সে তার চাকরিতে উন্নতি করে। এই ভুলে ফেলে একটি ক্লিনিক। সুখ স্বাচ্ছন্দের সাথে তার জীবন যখন এগিয়ে চলছিল, তার থেকে পথচ্যুতি হয়ে কিভাবে সে এখন মৃত্যুদণ্ডপ্রাপ্ত হয়ে ইয়েমেনের সেন্ট্রাল জেলে বন্দী হল তার গল্প বলব

 

 

 

 

 

 

 

Leave a Comment

Hello world!

Welcome to WordPress. This is your first post. Edit or delete it, then start writing!

1 thought on “Hello world!”

Leave a Comment