how to be a space scientist :
মহাকাশ নিয়ে গবেষণা করতে চাও? কিংবা শুভাংশু সুখলার (Shuvangshu Sukla) মত পাড়ি জমাতে চাও কি মহাকাশে (International Space Station)?
যেকোনো শিশুর কাছেই মহাকাশ ছোটবেলা থেকেই অসীম জিজ্ঞাসা ও কৌতূহলের থাকে। সে বড় হয়ে ওঠে চাঁদ মামা কিংবা তারাদের মিটিমিটি আলো দেখতে দেখতে। তারা বড় হয়ে পাড়ি জমাতে চায় ওই অসীম সীমানায়।
তোমারও যদি এই মনের স্বাদ পূরণ করতে হয় তাহলে তোমাকে মাধ্যমিক পরীক্ষার পর থেকেই প্রস্তুতি নিতে হবে। এরপর তোমার বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করা অত্যন্ত জরুরী। এরপরে তোমাকে পড়তে হবে Indian Institute of Space and Science Technology, তিরুবনন্তপুরমে।
ভর্তি হবার জন্য কিন্তু তোমাকে সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় পাস করতে হবে।
এটাতো প্রধান মাধ্যমের কথা বললাম। বিজ্ঞানের কিন্তু প্রায় সব শাখা থেকেই পরবর্তীকালে মহাকাশ নিয়ে পড়াশোনা করবার সুযোগ মিলে। যদি তুমি চাও।
ইসরো কিংবা নাশা বা পৃথিবীর অন্যান্য মহাকাশ গবেষণা কেন্দ্র তোমাকে বিজ্ঞানী হিসেবে চাকরি দিতেই পারে। তাই শুধু স্বপ্ন দেখা নয় প্রস্তুতি ও নেওয়া শুরু করো।