ভারতবর্ষের ইতিহাসে এমন প্রথম হলো। ইস্তফা দিলেন ভারতের উপরাষ্ট্রপতি।
উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান হন। সংকট দেখা দিল রাজ্যসভা পরিচালনার ক্ষেত্রে। সেটা অবশ্য তাৎক্ষণিকভাবে সামলে নেবেন ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ডেপুটি চেয়ারম্যান।
কিন্তু হঠাৎ করে কেন্দ্রীয় শাসকদল ও উপরাষ্ট্রপতির মধ্যে কি সংকট দেখা দিল তা কিন্তু মানুষের এখনো অজানা। জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদে বসবার আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন।
অনেক ডামাডলের সাথে ভোটাভুটির মাধ্যমে তিনি ভারতবর্ষের উপর রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন।
কিছুদিন আগেও এক কলেজের অনুষ্ঠানে গিয়ে তিনি জানিয়েছিলেন তিনি অবসর নেবেন আইন অনুযায়ী তার জমানা শেষ হবার পর। কিন্তু হঠাৎ করেই কি ঘটলো যে তিনি রাতে সমাজ মাধ্যমে তার পদত্যাগ পত্র যা ভারতবর্ষের রাষ্ট্রপতিকে লেখা তার কপি তুলে দিলেন। কোন দিকে এগায় রাজনীতির গতিপ্রকৃতি দেখা যাক পরবর্তী সময়ে তার দিকে ভারতবর্ষের মানুষ চেয়ে রয়েছে।