বাতিল হয়ে গেল ভারত পাকিস্তানের ম্যাচ

বাতিল হয়ে গেল ভারত পাকিস্তানের ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ নয়। ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ খেলেনা খারাপ কূটনৈতিক সম্পর্কের জন্য অনেকদিন ধরেই। আন্তর্জাতিক সব ধরনের খেলায় পাকিস্তানের সাথে বন্ধ আছে।

এরই সঙ্গে বাতিল হল বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে গড়া দলের মধ্যে খেলা। ইন্ডিয়ান চ্যাম্পিয়ন ও পাকিস্তান চ্যাম্পিয়নের খেলাটি ভারতীয় ক্রিকেটারদের অনেকেই খেলতে চান নি। তার মধ্যে সবচেয়ে বেশি সরব ছিলেন শিখর ধাওয়ান। তিনি সমাজমাধ্যমে জানান তিনি এই ম্যাচ খেলবেন না। আয়োজকদের বাতিল করবার জন্য চিঠিও লেখেন।

পাকিস্তানের ক্রিকেটার শাহিদ আফ্রিদি এতে বেজায় চটেছেন। তিনি বলেছেন একটা পঁচা ডিমের জন্য সব নষ্ট হয়ে গেল। অর্থাৎ ইন্ডিয়ান চ্যাম্পিয়ন বনাম পাকিস্তান চ্যাম্পিয়নের ম্যাচটি বাতিল হয়ে গেল। তিনি ভারতীয়দের সম্পর্কে এরকম বিশোধগার করেই থাকেন। অপারেশন সিন্দুরের পরে তিনি লাহোরের রাস্তায় বিজয় উৎসবে মেতে ছিলেন। তার এই বোকামির ভিডিও ইউটিউবে দেখে বিশ্বের বিভিন্ন মানুষ হাসাহাসি করেছিল। তার এই পচা ডিম বক্তব্য তাই বিশেষ কেউ একটা পাতা দিচ্ছেন না।

Leave a Comment